বাংলাদেশ সরকার ,বিশ্ব খাদ্য কর্মসূচী এবং অন্যান্য দাতা দেশ ও সংস্থা কর্তৃক প্রদত্ত খাদ্য সাহায্য দ্বারা বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন
কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।খাদ্য সাহায্যের মাধ্যমে বাস্তবায়িত এসব কর্মসূচি নামে পরিচিত ।
দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের ফলশ্রুতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বার্ধীন রাষ্ট হিসাবে আত্নপ্রকাশ করে।
স্বাধীনতা যুদ্ধের ক্ষয়ক্ষতি হত উত্তীর্ণ না হতেই ১৯৭৪ সনে খরা ও বন্যার কারণে প্রচুর খাদ্যভাব দেথা দেয়। আশংকা করা হয়েছিল দুর্ভিক্ষের কারণে বিপুল জনগণ মৃত্যুবরণ করবে।এই ভয়াবহ দুর্ভিক্ষের কবল হতে রক্ষা করার জন্য বিশ্বখাদ্য কর্মসূচী আমাদের দেশে খাদ্য সহায়তা কর্মসূচী নিয়ে আসে। প্রাথমিক অবস্থায় এ কর্ম সূচীর উদ্দেশ্য ছিল দরিদ্র,বেকার,কৃষক, মজুর ও মেহনতি মানুষের জন্য নানা মাত্র কাজের বিনিময়ে খাদ্য প্রদান করা।অর্থাৎ ক্ষুধার হাত হতে তাদেরকে বাঁচিয়ে রাখা। ত্রাণমূখী কমূসূচী হিসাবে এর আর্বিভাব হলেও পরবর্তী এ ত্রাণমূখী কার্যক্রমে উন্নয়নের ধারা সংযোজনপূর্বক উন্নয়ন কর্মসূচী হিসেবে রূপান্তর কর হয়েছে।বর্তমানে এ কর্মসূচী সম্পূর্ণ উন্নয়ন কমূসূচী।
বর্তমানে প্রচলিত খাদ্য সহায়তা প্রকল্পগুলো হচ্ছেঃ
১।কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী
২।ভিজিডি কর্মসূচী
৩।ভিজিএফ কর্মসূচী
৪।গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর)কর্মসূচী
৫।আর এমপি কর্মসূচী
৬।পার্বত্য চট্রগ্রাম খাদ্য সহায়তা কর্মসূচী